সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় অস্ট্রিয়াপ্রবাসী সিফাত উল্লাহ ওরফে সেফুদার বিভিন্ন ভিডিও ভাইরাল হয়।
আর এমনই একটি লাইভ ভিডিওতে সিফাত উল্লাহ বলেন, কি হিংসে হয়? আমার মতো হতে চাও? বিশ্ববিখ্যাত, সেলিব্রেটি, কবি, সাহিত্যিক, সাংবাদিক, দার্শনিক, অভিনেতা?
এরপর থেকে অনেকে ফেসবুক পোস্টে লিখেন, কি হিংসে হয়? এই সংলাপ নিয়েই এবার নির্মিত হলো নাটক। ‘কি হিংসে হয়?’। নাটকটি নির্মাণ করেছেন শাহরিয়ার নাজিম জয়।
নাটকটির প্রধান চরিত্রে দেখা যাবে সোহানা সাবাকে। গল্পে একজন চলচ্চিত্রের নায়িকার চরিত্রে অভিনয় করছেন তিনি।
জানা গেছে, গেল রোববার এই নাটকের জন্য ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন সাবা। সাবা বলেন, নাটকের নামটি ফেসবুকে ভাইরাল। কিন্তু নাটকের গল্পটি একটু ভিন্ন। এটিতে আমি ফিল্মের নায়িকা চরিত্রে থাকছি।