
ইউটিউবে মুক্ত হলো তাহসান-শ্রাবন্তীর গান (ভিডিও)
আগস্ট ১৯, ২০১৮জনপ্রিয় শিল্পী তাহসান ও কলকাতার জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী অভিনীত এবং মুহাম্মাদ মোস্তফা কামাল রাজ পরিচালিত এবং বহুল আলোচিত ছবি ”যদি একদিন” এর প্রথম গান প্রকাশ হয়েছে। তাহসান ও কোনালের গাওয়া ”আমি পারবো না তোমার হতে” গানটির কথা লিখেছেন মাহমুদ মানজুর। সুর করেছেন নাভেদ পারভেজ। কক্সবাজারের মনোরম লোকেশনে এই গানের শুটিং হয়েছে।
বেঙ্গল মাল্টিমিডিয়ার প্রযোজনায় নির্মিত হয়েছে ”যদি একদিন” ছবিটিতে তাহসান-শ্রাবন্তী ছাড়াও আরও অভিনয় করেছেন ”ঢাকা অ্যাটাক” খ্যাত তাসকিন রহমান। ছবিটিতে আরও অভিনয় করেছেন সাবেরী আলম, ফখরুল বাশার মাসুম, মিলি বাশারসহ অনেকে। ছবিটিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছে শিশুশিল্পী আফরীন শিখা রাইসা।
”যদি একদিন” ছবিটির গান দেখতে ক্লিক করুন নিচের লিংকে :