বেসরকারি টিভি চ্যানেল বৈশাখী টিভির নিয়মিত আয়োজন’প্রিয় শিল্পীর সেরা গান”। এই অনুষ্ঠানটিতে গান পরিবেশন করে থাকেন দেশের জনপ্রিয় শিল্পীরা। এরইমধ্যে অনুষ্ঠানটি যথেষ্ঠ জনপ্রিয় হয়ে উঠেছে দর্শকদের কাছে।
তারই ধারাবাহিকতায় অনুষ্ঠানটির এবারের পর্বে গান পরিবেশন করবেন জনপ্রিয় সংগীত শিল্পী সামিনা চৌধুরী,তপন চৌধুরী,কনক চাঁপা,কুমার বিশ্বজিৎ ও ভারতের ব্যান্ডদল দোহার। অনুষ্ঠানে কুমার বিশ্বজিৎ গাইবেন জলে যাইও না গো রাই, সামিনা চৌধুরী গাইবেন,সাত সাগর পাড়ি দিয়ে,তপন চেীধুরীর কন্ঠে শোনা যাবে,তুমি আমার প্রথম সকাল আর কনক চাঁপা গাইবেন,তুমি আমার এমনি একজন গানগুলো। সেই সঙ্গে ভারতের ব্যান্ডদল দোহার-এর পরিবেশনায় থাকছে-বাউল সম্রাট শাহ আবদুল করিমের গান-আর কিছু চায় না মনে গান ছাড়া।
অনন্যা প্রীতির উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন রবিউল হাসান সুজন। অনুষ্ঠানটি বৈশাখী টিভিতে প্রচার হবে আগামীকাল ৮ জুলাই রবিবার রাত ৮টায়।