
২৭ জুলাই আসছে সাইমন-মাহির ”জান্নাত”
জুন ২৬, ২০১৮জনপ্রিয় চিত্রনায়ক সাইমন সাদিক ও চিত্রনায়িকা মাহিয়া মাহি অভিনীত এবং মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত বহুল আলোচিত ”জান্নাত” ছবিটি মুক্তি পেতে যাচ্ছে আগামী ২৭ জুলাই। ছবিটির পরিচালক মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এ প্রসঙ্গে ছবিটির পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক বললেন,”ইনশাল্লাহ আগামী ২৭ জুলাই আমরা ”জান্নাত” ছবিটি মুক্তি দিতে যাচ্ছি। এ বিষয়ে আমাদের সবরকম প্রস্তুতি সম্পন্ন হয়েছে এরইমধ্যে। আমরা আশা করছি ”জান্নাত” ছবিটি দর্শকদের ভালো লাগার মতো একটি ছবি হতে যাচ্ছে।”
”জান্নাত” ছবিটির মূল চরিত্রে অভিনয় করেছেন সাইমন সাদিক ও মাহিয়া মাহি। এতে মাজারের খাদেমের মেয়ের ভূমিকায় অভিনয় করেছেন মাহি। খাদেমের মুরিদ হিসেবে দেখা যাবে সাইমনকে। এছাড়াও আরও অভিনয় করেছেন আলীরাজ, মিশা সওদাগর, মারুফ প্রমুখ।
উল্লেখ্য,গত ২৩ মার্চ বিনা কর্তনে সেন্সর বোর্ডের ছাড়পত্র পায় ”জান্নাত” ছবিটি। সাইমন-মাহি ছাড়াও ছবিটিতে আরও অভিনয় করেছেন আলীরাজ, শিমুল খান ও মিশা সওদাগর প্রমুখ। এসএস মাল্টিমিডিয়া প্রযোজিত এই ছবিটির কাহিনী লিখেছেন সুদীপ্ত সাইদ খান। চিত্রনাট্য লিখেছেন আসাদ জামান।