দেশের জনপ্রিয় ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজাকে নতুন একটি বিজ্ঞাপনে দেখা যাবে। ডেকো সুপার ডুপার কুকিজের বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন মেহেদী হাসিব।
শিগগিরই মাশরাফি অভিনীত বিজ্ঞাপনটি বিভিন্ন চ্যানেলে প্রচারিত হবে বলে জানান নির্মাতা মেহেদী হাসিব।
মেহেদী হাসিব বলেন, ‘প্রথমবারের মতো কোনও ক্রিকেটারকে নিয়ে বিজ্ঞাপন নির্মাণ করলাম। খুব ভালো অভিজ্ঞতা হয়েছে। কারণ মাশরাফি ভাই সবার প্রিয়। চমৎকার একজন মানুষ তিনি। শুটিংয়ে অনেক সহযোগিতা করেছেন। আমি তার সঙ্গে কাজ করে সত্যি উচ্ছ্বসিত। আশা করছি, দর্শকদের বিজ্ঞাপনটি ভালো লাগবে।’
বিজ্ঞাপনটির ক্রিয়েটিভ হেড হিসেবে আছেন পনি আবেদিন এবং সার্বিক তত্ত্বাবধানে ম্যাক্স রহমান।