
আরশি খানের বিস্ফোরক মন্তব্য
জুন ৪, ২০১৮সময়ের আলোচিত মডেল-অভিনেত্রী আরশি খান। এই মডেলের সঙ্গে পাকিস্তানের ক্রিকেট তারকা শহীদ আফ্রিদীর সম্পর্ক নিয়ে কম জলঘোলা হয়নি।
অবশেষে ২০১৫ সালে আফ্রিদীর সম্পর্কে তার বিতর্কিত টুইট নিয়ে মুখ খুললেন আরশি খান। লুকোচুরি না করে স্পষ্ট জানালেন, ‘হ্যাঁ আমি পাকিস্তানি ক্রিকেটার শহীদ আফ্রিদীর সঙ্গে যৌনতায় লিপ্ত হয়েছিলাম। এজন্য কী আমায় ভারতীয় সংবাদ মাধ্যমে অনুমতি নিতে হবে নাকি? এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত জীবন। আমার জন্য এটা ভালোবাসা ছিল।’ তখন আফ্রিদীকে বিয়ে করারও ইচ্ছা প্রকাশ করেছিলেন আরশি খান।
২০১৫ সালে আফ্রিদীকে নিয়ে আরশি খানের সেই বিতর্কিত টুইটের ঠিক এক বছর পর রাজীব খান্ডেলওয়ালের এক টক শোতে এসে ওই বিষয় নিয়ে ফের মুখ খুলেছিলেন আরশি।
তখন অবশ্য নিজের টুইট নিয়ে আরশি ক্ষমা চেয়ে নিয়েছিলেন। বলেছিলেন, ‘আমি মিস্টার আফ্রিদীকে যথেষ্ঠ সম্মান করি। এধরনের টুইট করা আমার ভুল হয়েছে। এতটা স্পর্শকাতর বিষয়ে প্রকাশ্যে মন্তব্য করা ঠিক হয়নি।