
সন্তান নিয়ে সুনিধি
মে ৩০, ২০১৮বলিউড প্লেব্যাক সিঙ্গার সুনিধি চৌহান জানুয়ারিতেই মা হয়েছেন। মাত্র চার মাস হলো সন্তানের। সেকারণে বেশ কিছুদিন স্টেজের বাইরেই ছিলেন । গত এক দেড়মাস হল টেলিভিশনের রিয়েলিটি শোয়ে আবার দেখা যাচ্ছে সুনিধিকে।
ফের মাইক হাতে তুলে নিয়েছেন তিনি। কিছু সময়ের জন্য থমকে থাকা গানের ক্যারিয়ার আরও একবার শান দিচ্ছেন সুনিধি। মা হওয়ার খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন তিনি। কিন্তু ছেলের ছবি এই প্রথম পোস্ট করলেন তিনি। চার মাসের শিশু সন্তানকে কোলে নিয়ে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেছেন সুনিধি।
আর ক্যাপশন দিয়েছেন ‘মা হিসেবে প্রথম যাত্রা শুরু।’ মুহূর্তে লাইকে পড়তে শুরু করে। শ্রেয়া ঘোষাল লাইক করে লিখেছেন, দারুন লাগছে মা–ছেলেকে। আকৃতি কক্কর লিখেছেন, ছেলেকে কোলে নিয়ে তোমায় আরও সুন্দর দেখাচ্ছে।
২০১২ সালে সঙ্গীত পরিচালক হিতেশ সোনিককে বিয়ে করেন সুনিধি। তাদের প্রথম সন্তান এটা। জানুয়ারিতে সুনিধির মা হওয়ার খবরটা তার বাবা দষ্মন্ত চৌহানই জানিয়েছিলেন।