
”কসম” এর টিজারে আসিফ আকবরের নতুন চমক ! (ভিডিও)
মে ২৬, ২০১৮ 0 By প্রতিবেদক, বিনোদন২৪.কমসম্প্রতি ইউটিউবে মুক্তি পেয়েছে দেশের জনপ্রিয় সংগীত শিল্পী ”বাংলা গানের যুবরাজ” খ্যাত আসিফ আকবরের নতুন গান ”কসম” এর টিজার। গানটির টিজারে আসিফ আকবরকে দেখা যাচ্ছে একজন রকস্টার এর ভূমিকায়। আর তার প্রেয়সীর ভূমিকায় দেখা গেছে এভ্রিলকে। আসিফ আকবরের গাওয়া ”কসম” শিরোনামের এই গানটি লিখেছেন ওমর ফারুক। আর এর সুর ও সংগীতে করেছেন প্লাবন কোরেশী। আর গানটির মিউজিক প্রোডিউসার ছিলেন পঙ্কজ।
নতুন প্রযোজনা প্রতিষ্ঠান সেভেন টিউনস এন্টারটেইনমেন্ট প্রযোজিত এই নতুন গানটির মিউজিক ভিডিওতে আসিফ আকবরের সাথে মডেল হিসেবে আছেন সময়ের অন্যতম আলোচিত মডেল এভ্রিল। সৌমিত্র ঘোষ ইমনের পরিচালনায় আসিফ আকবরের গাওয়া ”কসম” শিরোনামের এই গানটির মিউজিক ভিডিওর শুটিং হয়েছে সাভারে জনপ্রিয় অভিনেতা ডিপজলের শুটিং স্পটে।
এ প্রসঙ্গে শিল্পী আসিফ আকবর বললেন,”কসম গানটি একটু রকিং টাইপের গান। শ্রোতাদের গানটি ভালো লাগবে বলে আমার ধারণা। এভ্রিলের সাথে এটি আমার প্রথম কাজ। কিন্তু তারপরও কাজটি যথেষ্ট ভালো হয়েছে। সবমিলিয়ে আমার কাছে মনে হচ্ছে গানটি সবার পছন্দ হবে। আর গানটির পাশাপাশি এর মিউজিক ভিডিওটিও দর্শকদের ভালো লাগবে বলেই আমার বিশ্বাস।” প্রযোজনা প্রতিষ্ঠান সেভেন টিউনস এন্টারটেইনমেন্ট জানা গেছে,আগামী ৪ জুন গানটি এবং এর মিউজিক ভিডিও মুক্তি দেয়া হবে।
”কসম” এর টিজারটি দেখতে ক্লিক করুন নিচের লিংকে :