
এবার মিউজিক ভিডিওতে ফারিয়া
মে ৮, ২০১৮জনপ্রিয় মডেল-অভিনেত্রী ফারিয়া শাহরিনকে এবার দেখা যাবে একটি মিউজিক ভিডিওতে। শিল্পী শানের গাওয়া ”তুমি আমি জোনাকি” শিরোনামের একটি গানে মডেল হিসেবে দেখা যাবে ফারিয়াকে। আর মিউজিক ভিডিওটিতে ফারিয়ার বিপরীতে দেখা যাবে সময়ের আরেক আলোচিত মডেল-অভিনেতা ইরফান সাজ্জাদকে।
গানটিতে কন্ঠ দেওয়ার পাশাপাশি এর সুর ও সংগীত করেছেন শিল্পী শান নিজেই। গানটির কথা লিখেছেন তানিয়া সুলতানা। মিউজিক ভিডিওটি নির্মান করেছেন জীবন শাহাদত।
উল্লেখ্য,ফারিয়া বর্তমানে মালয়েশিয়ার এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ে মিডিয়া মার্কেটিং-এ লেখাপড়া করছেন। চলতি বছরের শুরুতে দেশে আসেন তিনি। সেসময়ই এই মিউজিক ভিডিওটিতে কাজ করেন তিনি। জানা গেছে, লায়নিক মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত এই গানটি আসছে ১৩ মে ইউটিউবে মুক্ত করা হবে।