
ব্যবসায় মনোযোগ দিচ্ছেন সুজানা
এপ্রিল ২, ২০১৮সময়ের তুমুল জনপ্রিয় মডেল-অভিনেত্রী সুজানা জাফর। বর্তমানে ব্যবসা নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। ৬ এপ্রিল তার ব্যবসা প্রতিষ্ঠান‘সুজানা ক্লোজেট’ চালু করবেন এই অভিনেত্রী। রাজধানীর বনানীর ১১ নম্বর সড়কে এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু করছেন বলে জানান সুজানা।
গত বছর ব্যবসা শুরু করলেও পরে নানা কারণে তা বন্ধ হয়ে যায়। এ ব্যাপারে সুজানা বলেন, আগের প্রতিষ্ঠানের শোরুমটি অন্যের সঙ্গে শেয়ার ছিল। এবার এককভাবে দিচ্ছি। নিজের মতো প্রতিষ্ঠানটি সাজাচ্ছি। এখানে সময়োপযোগী বিভিন্ন পোশাক পাবেন সবাই। আমি নিজেও ফ্যাশন সচেতন। সেই দিক থেকে বিবেচনা করে এই প্রতিষ্ঠানটি শুরু করছি।
চলতি বছরের শুরু থেকে এই অভিনেত্রী দেশের বাইরে ছিলেন বেশি। ফলে বিশেষ দিবসের কোনো নাটক-টেলিছবিতে তাকে দেখা যায়নি। এছাড়া তিনি নিজেও অনেকের চেয়ে কাজ কম করছেন বলে জানান।
এ প্রসঙ্গে সুজানা বলেন, আমি কাজ অল্প করি। কিন্তু দর্শকের মনে দাগ কাটার মতো কাজ করে থাকি। একজন শিল্পীকে দর্শকের মনে থাকার জন্য সারা বছর কাজ করার প্রয়োজন মনে করি না। বছরে ভালো কিছু কাজ করলেই দর্শক তাকে মনে রাখবেন।