
‘জমিদার’ ছবি
এপ্রিল ২২, ২০১৮ছোট পর্দার গুণী অভিনেত্রী ফারজানা ছবি। সম্প্রতি এম সাখাওয়াত হোসেনের ‘জমিদার’ শিরোনামের একটি চলচ্চিত্রের শুটিং শেষ করেছেন বলে জানালেন এই অভিনেত্রী।
মূলত দেশভাগের সময়ের একটি গল্প নিয়ে এ ছবির কাহিনী তৈরি হয়েছে। এতে ফারজানা ছবি জমিদারের বড় বউয়ের চরিত্রে অভিনয় করেছেন।
এ সম্পর্কে জানতে চাইলে ছবি বলেন, আমার ভাবনা-চিন্তাগুলো প্রতিনিয়ত পর্দায় ফুটিয়ে তোলার চেষ্টা করে যাচ্ছি। ভালো ছবিতে, ভালো চরিত্রে অভিনয় করা একজন অভিনয়শিল্পীর সাধনা। আমি সেই সাধনাই করে যাচ্ছি। এ ছবিটিও আমার বেশ ভালোলাগার। দর্শক এতে ব্যতিক্রমী একটি চরিত্রে আমাকে দেখবেন।
এই ছবিটি ছাড়াও এই অভিনেত্রীর ‘নদী কাব্য’ শীর্ষক আরও একটি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে। এটি নির্মাণ করেছেন মোহাম্মদ হোসেন জেমি।