
কেমন চলছে ‘প্রেমের কেন ফাঁসি’?
এপ্রিল ২১, ২০১৮আবু সুফিয়ান পরিচালিত ‘প্রেমের কেন ফাঁসি’ ছবিটি দেশের ২০ টির বেশি সিনেমা হলে মুক্তি পেয়েছে শুক্রবার।
এই ছবির মাধ্যমে ঢাকাই ছবিতে অভিষেক হলো নবাগত নায়িকা রাকা বিশ্বাসের। ছবিতে তিনি রাজার মেয়ের চরিত্রে অভিনয় করেছেন। তার বিপরীতে আছেন সাইফ খান। আরও অভিনয় করেছেন নবাগত শাহেন শাহ, রেবেকা, সাদেক বাচ্চু, ড্যানি সিডাক, উজ্জল ও শিশুশিল্পী আল নাহিয়ানসহ অনেকে। ছবিটির চিত্রনাট্য, সংলাপ, গীত ও সুর পরিচালক আবু সুফিয়ান নিজেই।
ফোকধর্মী সিনেমাটি দর্শকরা কতটা গ্রহণ করছে জানতে চাইলে শুক্রবার রাতে এই নির্মাতা জানালেন,, ‘হল মালিক ও পরিচিতজনরা জানিয়েছেন ছবিটি দর্শক গ্রহণ করেছেন! আমরা হলগুলোর সেল রিপোর্ট জানতে পেরেছি। দর্শক যখন ছবিটি গ্রহণ করছেন তখন আমি আর কি বলবো!
তিনি আরও বলেন, আপনারা পারলে একটু ছবিটির ভালো কাভারেজ দেবেন। আমি আপনাদেরই মানুষ।’