নামী চলচ্চিত্র নির্মাতা মালেক আফসারীর মধ্যে তুমুল হতাশা ভর করেছে। গত বছর ‘অন্তর জ্বালা’ মুক্তির পর নতুন কোনো ছবি নেই এই নির্মাতার হাতে।
এদিকে নায়িকা পরী মণির প্রযোজনায় একটি ছবি নির্মাণ করবেন বলে জানিয়েছিলেন আফসারী। কিন্তু ওই ছবিটিও হাত ছাড়া হয়ে গেছে। ছবিটি নতুন একজন পরিচালক নির্মাণ করবেন।
এছাড়াও নায়ক জায়েদ খান ‘এক কয়েদীর ডায়েরি’ নামে একটি ছবি প্রযোজনা করবেন। সেটি নির্মাণ করবেন মালেক আফসারী এমন ঘোষণা দিয়ে রেখেছিলেন। কিন্তু আফসারীর জায়েদ খানের প্রতিও আস্থা হারিয়ে ফেলেছেন।
নিজের ফেসবুকে এই নির্মাতা স্ট্যাটাসে লেখেন, অনেকে জানতে চান আমি নতুন ছবি কবে শুরু করব। আমি বলি শাকিব খান জানে!
তার এই স্ট্যাটাস নিয়েও নানা আলোচনা চলছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে। কেউ কেউ বলছেন, কদিন আগেও মালেক আফসারী শাকিবের সমালোচনা করেছেন। এখন আবার তিনি চাইছেন শাকিব খান তাকে নিয়ে ছবি করুক।
তবে সব কিছু পেছন ফেলে একটা কথাই ঘুরে ফিরে আসছে আর তা হলো হতাশা। এই নির্মাতা নাকি হতাশায় ভুগছেন। এমন ধারণা অনেকেরই।