
শাকিবের পেছনে কলকাতার প্রযোজকরা কেন?
মার্চ ২৪, ২০১৮শাকিব খান এখন দেশের চেয়ে যৌথ প্রযোজনার ছবি নিয়েই বেশি ব্যস্ত সময় কাটাচ্ছেন। অনেক ছবি তো যৌথ প্রযোজনার নামে নির্মিত হয়ে সাফটা চুক্তির মাধ্যমে বাংলাদেশে আসছে। সামনে শাকিব খান অভিনীত কিছু ছবি সাফটার মাধ্যমে এদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
এদিকে প্রশ্ন উঠছে হঠাৎ কি এমন হলো যে কলকাতার প্রযোজকরা শাকিবকে নিয়ে ছবি বানাতে আগ্রহী হয়ে উঠলেন।
এ ব্যাপারে সিনেমা অঙ্গনের মানুষের ভাষ্য, কলকাতায় এখন বাণিজ্যিক ছবির বাজার ডুবতে বসেছে। দর্শকরা রিমেক ছবি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তাইতো বাংলাদেশে শাকিবের জনপ্রিয়তা কাজে লাগিয়ে তারা প্রযোজনার নামে এদেশের সিনেমার বাজার দখল করতে চাইছে।
চলচ্চিত্রবোদ্ধদের মতে, শাকিব খান ওপার বাংলার প্রযোজকদের পাতা ফাঁদে পা দিয়েছেন। প্রয়োজন ফুরিয়ে গেলে যে কোনো সময় তারা শাকিবকে দূরে ঠেলে দেবে। তখন বড্ড দেরী হয়ে যাবে। তাই সময় থাকতেই শাকিবের উচিত হবে বাস্তবমুখী চিন্তা করা।