কলকাতার জনপ্রিয় পরিচালক ও জনপ্রিয় চিত্রনায়িকা রাজ চক্রবর্তী এবং অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী অবশেষে সাত পাকে বাঁধা পড়লেন। জানা গেছে, আংটি বদলের সঙ্গেই মঙ্গলবার রাত সাড়ে ৯টা নাগাদ রেজিস্ট্রি হয়েছে রাজ এবং শুভশ্রীর।
নিজেদের নতুন জীবনে পাড়ি দেওয়ার কথা একই সঙ্গে জানিয়েছেন এই নবদম্পতি। টুইটারে নিজেদের আংটি বদলের ছবি পোস্ট করেছেন রাজ-শুভশ্রী।
তাদের মধ্যেকার সম্পর্কের অনেক চড়াই-উৎরাই পেরিয়ে দু’জনে একসঙ্গে, একফ্রেমে, একই জীবনে। সিনেমার মতোই নায়িকা বদল করে গাঙ্গুলী পরিবারের মেয়েকে নিজের রানি করে নিয়েছেন টলিউডের এই জনপ্রিয় পরিচালক।
টুইটে রাজ লিখেছেন, “সব মতভেদের পর আজ আমরা একে অপরকে বেছে নিলাম জীবনের বাকিটা পথ একসঙ্গে হাঁটব বলেই। সবার আশীর্বাদ এবং ভালোবাসা কামনা করি।” অন্যদিকে শুভশ্রীর টুইট, “আমি আমার প্রেমগাথাকে ভালোবাসি… জানি এটা খুব অগোছালো, কিন্তু এটাই সেই গল্প যা আমাদের এক করল।”
শুভশ্রীর আগে আরেক জনপ্রিয় নায়িকা মিমি চক্রবর্তীর সঙ্গে দীর্ঘদিন প্রেম করেছেন রাজ। তবে কোনো এক অগ্যাত কারণে সেই সম্পর্ক ভেঙে যায়। তারও আগে নায়িকা পায়েল সরকারের সঙ্গেও রাজের প্রেম ছিল বলে গুঞ্জন আছে। তবে কোনো প্রেমই স্থায়ী হয়নি। অবশেষে ভেঙে যাওয়া প্রেম জোড়া লাগিয়ে শুভশ্রীকেই বিয়ে করলেন রাজ।