আলোচিত মডেল-অভিনেত্রী পিয়া বিপাশা এবার অভিনয় করতে যাচ্ছেন কলকাতার ছবিতে। কলকাতার চলচ্চিত্র পরিচালক পূর্ণেন্দু বিকাশ চাকীর পরিচালিত পিয়া বিপাশার এই ছবিটির নাম ”হাইজ্যাক”। ছবিটিতে পিয়া বিপাশার বিপরীতে দেখা যাবে কলকাতার জনপ্রিয় নায়ক সোহমকে। জানা গেছে,আসছে ১৬ এপ্রিল থেকে কলকাতায় ছবিটির শুটিং শুরু হবে।
পিয়া বিপাশা ”রুদ্র–দ্য গ্যাংস্টার” ছবিটির মাধ্যমে বড় পর্দায় কাজ শুরু করেন। ছবিটি ব্যবসায়িক সাফল্য না পেলেও বেশ কিছু ছবিতে কাজ করার প্রস্তাব পান তিনি। এরপর রকিবুল আলম রকিবের ”মনের রাজা” ছবিতে কাজ করেন। এরপর তিনি জুটি বেঁধে কাজ করেন জনপ্রিয় চিত্রনায়ক সাইমনের সঙ্গে। মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত এই ছবির নাম ”এত প্রেম এত মায়া”।
সর্বশেষ তিনি গত বছরের শুরুতে ”জানেমান” নামে একটি ছবির কাজ শুরু করেছিলেন। এ ছবিটি পরিচালনা করছেন নিরঞ্জন বিশ্বাস। ছবিটিতে তার নায়ক হিসেবে রয়েছেন বাপ্পি চৌধুরী। এই ছবিটির কাজও এখন পর্যন্ত শেষ হয়নি।