
আসছে শাকিবের ইউটিউব চ্যানেল
মার্চ ২৬, ২০১৮চিত্রনায়ক শাকিব খানের জন্মদিন আগামী ২৮ মার্চ। স্বাভাবিকভাবে দিনটিতে অনেকে তাকে উপহার দেবেন। তবে শুধু নেওয়া নয়, এবারের জন্মদিনে ভক্তদের উপহারও দেবেন কিং খান। আর সেই উপহার হলো একটি ইউটিউব চ্যানেল।
এদিন, ইউটিউবে আসছে চিত্রনায়কের স্বনামে অফিসিয়াল চ্যানেল, ‘শাকিব খান অফিশিয়াল’। বঙ্গ প্লাটফর্ম থেকে এটি প্রকাশ করা হবে।
এদিকে, জন্মদিন উপলক্ষে ২৮ মার্চ রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বিশেষ এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে শাকিবের জন্মদিন উদযাপনসহ ইউটিউব চ্যানেলটি উদ্বোধন করা হবে।
জানা গেছে, শাকিব খান তার নতুন ছবিগুলোর কিছু ইউটিউব স্বত্ব নিজের নামে রাখবেন। যা সেখানে আপলোড করা হবে। এছাড়া ছবির গান ও নায়কের স্মরণীয় কিছু কাজও থাকবে চ্যানেলটিতে।