
অপেক্ষার অবসান
মার্চ ২৪, ২০১৮সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলিউডের আবেদনময়ী অভিনেত্রী সোনম কাপুর।
জানা গেছে, দীর্ঘদিনের বন্ধু আনন্দ আহুজার সঙ্গে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন সোনম। ‘দীববীর’-এর মতোই সোনম ও আনন্দ আহুজার বিয়ের খবরটাও বহুদিন ধরেই বাতাসে ভাসছে। এখন শোনা যাচ্ছে চলতি বছরের জুন মাসে নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অনিল কন্যা। আর এই বিয়ের অনুষ্ঠান নাকি হতে চলেছে লন্ডনে।
সোনম কাপুরের ঘনিষ্ঠ এক ব্যক্তির ভাষ্য, ‘সোনম ও আনন্দ এই জুনেই বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন। সোনমের আগামী ছবি ‘বীর দি ওয়েডিং’-এর মুক্তির পরেই লন্ডনে এই বিয়ের অনুষ্ঠান হবে।’
কিছুদিন আগেই বিয়ে সোনম বলেন, ‘বিয়েটা তার কাছে একটা ভীষণ সুন্দর মুহূর্ত যার মাধ্যমে কাছের মানুষটির আরও কাছে আসা যায়। দুই পরিবার এক ছাদের তলায় আসে। এটা সত্যইই একটা দারুণ অনুভূতি।’