
শুভশ্রীর ‘রসগোল্লা’
জানুয়ারি ২১, ২০১৮কলকাতার জনপ্রিয় নায়িকা শুভশ্রী নতুন ছবিতে অভিনয় করতে যাচ্ছেন। আর এই নতুন ছবির নাম ‘রসগোল্লা’। পরিচালনা করছেন পাভেল। এরই মধ্যে ছবির শুটিং শুরু হয়েছে। এই ছবিতে একটি বিশেষ চরিত্রে দেখা যাবে শুভশ্রীকে। পাভেল জানালেন, এই ছবিতে শুভশ্রীর চরিত্রের নাম ‘মালকানজান’। আগেকার দিনের আগরার এক বাঈজি তিনি। যার সঙ্গে রসগোল্লার আবিষ্কর্তা নবীনচন্দ্র দাশের সম্পর্ক ছিল দিদি এবং ভাইয়ের। নবীনচন্দ্রকে দোকান তৈরি করার জন্য টাকাও দিয়েছিলেন মালকানজান।
ছবিতে কাজের ব্যাপারে শুভশ্রী বলেন, আমার ক্যারিয়ারে এ ধরনের চরিত্র প্রথম। শুটিংয়ের আগে ডিরেক্টোরিয়াল টিমের সঙ্গে ওয়ার্কশপ করেছিলাম আমরা। ছবির যা সাবজেক্ট, অর্থাত্ রসগোল্লার সৃষ্টির সঙ্গে এই মহিলার একটা গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। এখনই এর থেকে বেশি বলা যাবে না। এখনও এক দিনের কাজ বাকি। আমার দারুণ লেগেছে। আগামী পুজো বা ক্রিসমাসে মুক্তি পেতে পারে এই ছবি।