
কলকাতায় শুরু হলো অরিনের ”অপরাজেয়”
জানুয়ারি ১৭, ২০১৮দেশীয় চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা লাক্স তারকা অরিন কলকাতায় আজ ১৭ জানুয়ারী থেকে শুরু করলেন তার নতুন ছবি ”অপরাজেয়” এর শুটিং। কলকাতার পরিচালক নেহাল দত্ত পরিচালিত এই ছবিটিতে অরিনের বিপরীতে দেখা যাবে কলকাতার নায়ক সায়নকে। এছাড়াও এই ছবিতে অভিনয় করছেন কলকাতার প্রখ্যাত অভিনেতা রণজিৎ মল্লিক,অভিনেত্রী লাবণী সরকার,সাবিত্রী চট্টোপাধ্যায়,ফাল্গুনী চট্টোপাধ্যায় প্রমুখ।
এ প্রসঙ্গে কলকাতা থেকে Binodon24..com কে অরিন জানালেন,খুবই অসাধারণ একটি কাহিনী নিয়ে নির্মিত হচ্ছে ছবিটি। বাস্তবতা এবং আবেগের এক দারুণ মিশ্রণের কাহিনী দেখা যাবে ছবিটিতে। আমি খুবই আনন্দিত যে,এই প্রথম আমি কলকাতার একটি বাংলা ছবিতে কাজ করছি। তাছাড়া রণজিৎ মল্লিক,অভিনেত্রী লাবণী সরকার,সাবিত্রী চট্টোপাধ্যায়,ফাল্গুনী চট্টোপাধ্যায়ের গুণী অভিনেতা-অভিনেত্রীদের সাথে অভিনয় করার সুযোগ পেয়ে নিজেকে সৌভাগ্যবতী মনে করছি। আমি আশা করছি এই ছবিটি আমার ক্যারিয়ারের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।”
কলকাতার দুই প্রযোজনা সংস্থা দিব্যা ফিল্মস ও ঐশিক মুভিজ এর যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে ছবিটি।